Principal

অধ্যক্ষের বানী



দেশ ও জাতি গঠনের চাবিকাঠি শিক্ষা। শিক্ষক-শিক্ষার্থী শিক্ষাঙ্গন ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। শিক্ষার জন্য অগ্রনী ভূমিকা হলো শিক্ষার্থীদের এবং দিক নির্দেশনা করবেন শিক্ষক। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনায় গড়ে উঠবে সঠিক শিক্ষার্থী যারা হবে দেশের ভবিষ্যৎ কর্ণধার। শিক্ষার্থীগণ যে দিকে ঝুঁকে সে দিক জয় হয় যার জলন্ত প্রমাণ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পরিবর্তনের হাতিয়ার ও শিক্ষার্থীরা এর প্রমান কারও অজানা নয়। জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের যে পরিবর্তন ঘটালো তাও শিক্ষার্থীরা। জীবন যুদ্ধ করে সংগ্রামে রাতদিন লিপ্ত থেকে বাংলাদেশের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে শিক্ষার্থীরা। আর এই শিক্ষার্থীদের আলোর দিশারী প্রদর্শন করেছেন শিক্ষক সমাজ, তথা শিক্ষাঙ্গন। আল-হেরা কলেজ সংগ্রামীদের সহযাত্রী। আমরা এই কলেজের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই যেন তারা সৎ সাহসী, সংগ্রামী, জ্ঞানী, মানবতার দিশারী হয়ে উজ্জল নিদর্শন রাখতে পারে। প্রয়োজনে দেশ ও সংগ্রামে অংশ নিতে পারবে। জুলাই বিপ্লবে আমাদের কলেজের শিক্ষার্থীরা তার নিদর্শন রেখেছেন। শিক্ষার্থীদের উন্নয়ন শিক্ষার মান ও ফালাফলে জিপিএ বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষিকাগন সার্বিক সহযোগীতা করে থাকেন। এর ফলশ্রুতিতে বিগত বছরগুলোতে পাসের হার ১০০%। নিজস্ব ক্যাম্পাসে নিরিবিলি পরিবেশে নিবির পরিচর্যায়, মাতৃস্নেহে কোমলমতি শিক্ষার্থীদের ‘‘স্বল্প খরচে উন্নত শিক্ষাব্যবস্থা’’ করা হয়। আমাদের ঐকান্তিক চেষ্টা, পরিশ্রম, মেধামনন দিয়ে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং গভর্ণিংবডির সুনির্দেশনায় কলেজ পরিচালিত হচ্ছে। আশা করি ভবিষ্যতে কর্মব্যস্ততার মধ্যে নিজেকে নিয়োজিত রেখে জাতি গঠনে দায়িত্ব পারনে স্বচেষ্ট থাকব। ইনশাল্লাহ। 



মোঃ আবু সালেহ

অধ্যক্ষ

আল-হেরা কলেজ